বোস ব্রিক্সে চাঁদার দাবিতে শক্তিশালী বোমা বিস্ফোরণ : ৭ শ্রমিক নিহত
দর্শনা অফিস/ভ্রাম্যমাণ প্রতিনিধি: চাঁদাবাজদের অত্যাচার কোনোভাবেই নির্মূল করতে পারছে না পুলিশ প্রশাসন। চাঁদার টাকা না পেয়ে চাঁদাবাজরা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দামুড়হুদার কানাইডাঙ্গার বোস বিক্সে চাঁদাবাজরা আবার তাণ্ডব চালিয়েছে। চাঁদাবাজদের বোমা হামলায় আহত হয়েছে বিক্সের ৭ শ্রমিক। অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন ধরে চাদাবাজচক্রের সদস্যরা দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা বোস বিক্সের সত্বাধিকারি বিশ্বনাথ বোসের কাছে বিভিন্নভাবে মোটা অংকের চাদাদাবী করে আসছে। গত পরশু রোববার রাত দেড়টার দিকে ১০/১২ জনের সশস্ত্র চাদাবাজচক্র হামলায় চালায় বোস বিক্সে। চাদার টাকা না পেয়ে চাদাবাজরা বিক্সে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বোমাঘাতে আহত হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুর রাজ্জাক (৪৫), কয়রাডাঙ্গা গ্রামের হাসান আলী (৩০), হাতিকাটা গ্রামের আবু বকর সিদ্দিক (২৫), আকবর আলী (৩৫), আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের হাবিবুর রহমান (৪৫), রুবেল (২২) ও দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের কালু মিয়া (৫০)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে। চাদাবাজরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে যাওয়ার সময় স্বদর্পে বলেছে, আগামি ১৫ দিনের মধ্যে চাদার ২ লাখ টাকা চাদা না দিলে ইটভাটার মালিক বিশ্বনাথকে বোমা মেরে হত্যা করা হবে। একের পর এক চাদার দাবীতে বোমা বিস্ফোরণ ঘটনায় চরম আতংকে রয়েছে এলাকাবাসি। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমদাদ হোসেন বলেছেন, অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য জাল বিস্তার করা হয়েছে।