ডিঙ্গেদহ প্রতিনিধি: তামাকবিরোধী প্রচারণার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জন অংশগ্রহণ, পাবলিক প্লেসও পাবলিক পরিবহন কর্তৃপক্ষের সাথে উদ্বুদ্ধকরণ কর্মশালা গতকাল সোমবার বিকেল ৩টায় পল্লি উন্নয়ন সংস্থা পাস মিটিং রুমে অনুষ্ঠিত হয়। পাস ও ঝিনাইদহের এইড কর্তৃক আয়োজিত কর্মশালায় পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- অধ্যাপক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, এইড’র প্রোগ্রাম অফিসার তৌহিদ-উদ-দৌলা রেজা। পাস’র পরিচালক কাতব আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন- নবগঙ্গার সম্পাদক হাফিজুর রহমান, আলাপের নির্বাহী পরিচালক আসফাকুর রহমান লিন্টু, সুভাস কমিটির সভাপতি উবাইদুর রহমান, সাতগাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জ্বল হোসেন, ইউপি জিসিএ সম্পাদক মকবুল হোসেন, শঙ্করচন্দ্র ইউপি সদস্য রোজিনা খাতুন প্রমুখ।