স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা স্কাউটসের কর্মকর্তা মো. রেজাউল করিম, ওলিউল্লাহ সিদ্দিক, হাজি আকসিজুল ইসলাম রতন, শাহনেওয়াজ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দর্শনা বন্ধন বহুমুখি প্রকল্পের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার বিকেলে দর্শনা রেলবাজারের আশরাফন সপিং সেন্টারের নিচতলায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনাসভার সভাপতিত্ব করেন ডা. আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন- ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা জাকারিয়া আলম। বিশেষ অতিথি ছিলেন- দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, সংগঠনের সভাপতি ফররুক আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ শাওন, কিবরিয়া আজম, শাকিল আহম্মেদ, মিঠু, তাজ, হোসেন, ফারুক, শ্যামল, পিন্টু, খুকু প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক প্রতিষ্ঠান একসা। গতকাল সোমবার সকালে শহরের বড় বাজারস্থ একসা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন- একসার সভাপতি আরিফুল এনাম বকুল, সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ চন্দন, সদস্য আতিকুর রহমান টিটু, হাফিজুর রহমান, সামছুল আরেফিন আরিফ, ইয়াছিন আলী শামীম, আবু আমানুল্লাহ মন্টু, এএফএম আজহারুল হক, গোলাম জাকারিয়াসহ অন্যান্যরা।