খবর: (কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে ব্যাংকের ভল্ট থেকে ১৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা সোহেল)
বাপরে বাবা শাবাশ শাবাশ
সে এক বাপের পুত্র,
আমড়া কাঠের ঢেঁকি হয়েও
পেলো টাকার সূত্র।
দেড় বছরের গবেষণায়
কাজ পেলো এক সস্তা,
সড়ঙ্গ যেই কাটলো সোহেল
অমনি টাকার বস্তা।
পাঁচশো টাকা হাজার টাকা
ঢুকলো টাকার সিন্দুকে,
বিজ্ঞানী সে জগতসেরা
চোর কেন কয় নিন্দুকে?
-আহাদ আলী মোল্লা