আলমডাঙ্গা ব্যুরো: ৬০ ও ৭০ দশকের যুবলীগ নেতা স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ আনোয়ার আহম্মেদ আনু মিয়া লিভারজনিত রোগে আক্রান্ত। গতকাল রোববার সকাল ১০টায় তাকে দেখতে যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল জব্বার ও আনু মিয়ার সহোদর পৌর কাউন্সিলর আহমেদ হাসিব রেজা। বর্তমান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আনু মিয়া। তিনি ১৯৮২ সাল থেকে ৮৪ সাল পর্যন্ত আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৫ সালে থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ৭০ বছরের আনোয়ার আহম্মেদ আনু মিয়া অশ্রুসজল নয়নে বলেন, তোমরা আমার জন্য দোয়া কর।