মাথাভাঙ্গা মনিটর: মহিলাদের মতো পুরুষ এককেও নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিলো অস্ট্রেলিয়ান ওপেন। গতকাল রোববার ফাইনালে রাফায়েল নাদালকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নিয়েছেন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা।
নাদালের রেকর্ড গড়ার স্বপ্ন চূর্ণ করে প্রথম বারের মতো গ্রান্ড স্লাম শিরোপা জয় করলেন স্টানিলাস ওয়ারিঙ্কা। গতকাল রোববার অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সুইস এ তারকা স্পেনের বিশ্বসেরা রাফায়েল নাদালকে পরাজিত করেন ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে। সেমিফাইনালে আরেক সুইস স্টার রজার ফেদেরারকে হারিয়ে ফাইনালে ওঠা নাদাল ইনজুরির কারণে কুলিয়ে উঠতে পারেনি। ২৮ বছর বয়সী ওয়ারিঙ্কা হলেন ফেদেরারের পর সুইজারল্যান্ডের দ্বিতীয় গ্রান্ড স্লাম জয়ী খেলোয়াড়। ১৯৮০ সালের পর এই প্রথম ৮ নাম্বার বাছাই শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে।