মাথাভাঙ্গা মনিটর: অ্যাডিলেডে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ের সুবাদে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ শেষ করলো অসিরা। গতকাল রোববার প্রথমে ব্যাট করে ইংলিশদের ২১৮ রানের টার্গেট দেয় অসিরা। জবাবে ৪৯.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। জয়ের সম্ভাবনা জাগিয়েও মাত্র ৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে পরাজয় বরণ করে তারা। রান তাড়া করতে নেমে দলীয় ৩২ রানেই বেল ও স্টোকস দ্রুত বিদায় নেন। তবে অধিনায়ক অ্যালিস্টার কুক ও জো রুটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। তৃতীয় জুটিতে তারা করেন ৬১ রান। কুক ব্যক্তিগত ৩৯ রানে দলীয় ৯০ রানে আউট হন। তবে ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা ইয়ন মরগানের ৫৫ রানের ওপর ভর করে সহজ জয়ের পথে হাঁটছিলো ইংলিশরা। কিন্তু ১৫৪ রানের মাথায় ফকনারের বলে আউট হলে দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ম্যাকেই ও ফকনারের নিয়ন্ত্রিত বোলিঙে ম্যাচে আর ফিরতে পরেনি ইংল্যান্ড। অলআউট হয়ে যায় ২১২ রানে। পেস আক্রমণের তোপে ইংলিশদের শেষ ৫ উইকেট হারায় ৩৮ রানে। অসিদের পক্ষে সর্বোচ্চ ৩ করে উইকেট পেয়েছেন ম্যাকেই ও কোলটার নাইল।