মাথাভাঙ্গা মনিটর: বলিউডের আলোচিত নির্মাতা-তারকা জুটি আদিত্য চোপড়া ও রানী মুখার্জি বছরের পর বছর ধরে তাদের প্রেম নিয়ে লুকোচুরি খেলছেন। চলতি মাসের শুরুর দিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আসছে ১০ ফেব্রুয়ারি যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে তারা বিয়ের কাজটি সারবেন। এবার শোনা যাচ্ছে, এরই মধ্যে জুহুতে রানীর বাংলোয় উঠে গেছেন আদিত্য। সেখানে এক ছাদের নিচেই বসবাস করছেন তারা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রিয়তমার কাছ থেকে একমুহূর্তও দূরে থাকতে চান না আদিত্য। এ জন্যই রানীর বাসায় ওঠার সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি জুহুতে রানীর বাংলোয় উঠেছেন আদিত্য।
বেশ কয়েক বছর ধরে প্রেম করলেও এখন পর্যন্ত মুখে স্বীকার করেননি রানী-আদিত্য। বরাবরই নিজেদের প্রেমের সম্পর্ককে গোপন রেখেছেন তারা। বিশেষ করে আদিত্য তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে একদমই রাজি নন। বিষয়টি রীতিমতো অস্বস্তিকর তার কাছে। কিন্তু তার পরও এ জুটির হাঁড়ির খবর ঠিকই ফাঁস হয়েছে মিডিয়ায়। এখন পর্যন্ত বেশ কয়েকবার রানী-আদিত্যর বিয়ের খবর রটেছে। কিছুদিন আগে রানীর অনামিকায় বিশাল একটি হীরার আংটি দেখা যাওয়ার পর আদিত্যর সাথে তার বাগদানের খবর চাউর হয়। শুধু তাই নয়, ১০ ফেব্রুয়ারি যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেই শোনা যাচ্ছে।