বেগমপুরের যদুপুরে তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধাকে পিটিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: বেগমপুরের যদুপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত বৃদ্ধা তোফাজ্জেলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অভিযোগে জানা গেছে, গতপরশু শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেরার বেগমপুর ইউনিয়নের যদুপুর পারঘাটায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয় সৈয়দ আলী দেওয়ানের ছেলে তোফাজ্জেল হোসেনের (৬০) সাথে একই গ্রামের হাজেরা বেগমের। একপর্যায়ে হাজেরা, সামাদ খুনকার, রুবেল ও আজিজ লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে তোফাজ্জেলকে। গুরুতর আহত তোফাজ্জেলকে উদ্ধার করে রাতেই নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে বলে তোফাজ্জেলের পক্ষ থেকে জানানো হয়েছে।