ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের শিশু হাসান (৩) মা-বাবার অসাবধানতায় জন্মনিয়ন্ত্রণ বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১০টার দিকে। দামুড়হুদার ছাতিয়ানতলা গ্রামের মহাসিন আলীর ছেলে হাসান (৩) ঘরের ভেতরে জন্মনিয়ন্ত্রণ বড়ি হাতে নিয়ে খেলা করছিলো। এই সময় ৮/১০টি বড়ি পাতা থেকে ছিটকে পড়লে একটা একটা করে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তার বাবা উদ্ধার করে কার্পাসডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু হাসান আশঙ্কামুক্ত।