গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বামন্দী আখ সেন্টার পাড়ায় মনিরুল ইসলাম নামের এক স্বর্ণব্যবসায়ীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির জন্য এটি করেছে বলে ধারণা করছে পুলিশ। বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সামসুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।