আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি আনোয়ার মালিথাকে গ্রেফতার করে।
জানা গেছে, উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল রশিদ মালিথার ছেলে আনোয়ার মালিথা গত ২৩ সেপ্টেম্বর আলী উদ্দিনের স্ত্রী হাসিনাকে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পিটিয়ে হাতের তিনটি আঙুল ভেঙে দেয়। হাসিনা খাতুন আনোয়ারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। গতকাল দুপুরে এসআই আনিস গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারকে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট মামলায় তাকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর এক অভিযানে গত পরশুরাতে যৌতুক মামলায় ওয়ারেন্টভূক্ত দু আসামিকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। গোয়ালবাড়ি গ্রামের মোকা উদ্দিনের ছেলে শাহাজান তার স্ত্রী রোমেছা খাতুনের বিরুদ্ধে তাদের ছেলের বউ আদালতে যৌতুক মামলা করে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতপরশু রাতে এসআই শফিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গতকালই তাদেরকে সংশিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়।