মাথাভাঙ্গা মনিটর: অবশেষে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ওপেনে জয় করলেন লিনা। গতকাল শনিবার চীনের এ নারা তারকা ৭-৬(৭-৩)৬-০ পয়েন্টে স্লোভাক ডোমিনিকা চিবুলকোভাকে হারিয়েছে। এ নিয়ে লিনা ব্যক্তিগত দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন। ৩১ বছর বয়স্ক লিনার অস্ট্রেলিয়া ওপেনে এটি ছিলো তৃতীয় ফাইনাল ২০১১ ও ২০১৩ সালে ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পাননি। তবে ২০১১ সালে প্রথম ফ্রেন্স ওপেন জিতে এশিয়ান হিসেবে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন তিনি। এদিকে স্লোভাক তারকা ডোমিনিকা এই প্রথম অস্ট্রেলিয়া ওপেনের সেমি-ফাইনালে ও ফাইনালে ওঠেছেন। কিন্তু অভিজ্ঞ লিনার কাছে শেষ পর্যন্ত হরতে হল তাকে।