ভ্রাম্যমাণ প্রতিনিধি: বিরল প্রজাতির বাইনশা মাছ আলমডাঙ্গা বাজারের মাছব্যবসায়ী শহীদ ফকির জনৈক জেলের কাছ থেকে কিনে বিক্রির জন্য তার দোকানে নিয়ে এলে মাছটিকে দেখার জন্য শ শ মানুষ ভিড় জমায়। মাছটি দেখে অনেকেই মন্তব্য করেন, এ মাছ সাধারণত বরিশাল অঞ্চলে দেখা যায়। এ অঞ্চলে মাছটি এই প্রথম আলমডাঙ্গায় জেলের জালে ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ২ কেজি, লম্বা ৪৮ ইঞ্চি। গতকাল শুক্রবার সকাল বেলা কুষ্টিয়া মিরপুরের পাগলা মালিহাদ ক্যানেলে আরমান নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি দেখে প্রথমে কুইচি, কেউ বা বাইন মাছ বলে মন্তব্য করেন। মাছটিকে সঠিকভাবে চেনার জন্য অভিজ্ঞ জেলেরা মাছটিকে সঠিকভাবে বাইনশা মাছ বলে চিহ্নিত করেন।