ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলগাছা ভাতুড়িয়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মোফাজ্জেল হোসেন নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি কুলগাছা গ্রামের ভোলাই মণ্ডলের ছেলে।
পুলিশসূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে কৃষক মোফাজ্জেল (৬৩) জৈবসার ট্রলিতে বোঝাই দিয়ে কুলগাছা ভাতুড়িয়া গ্রামের মাঠের জমিতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন।