মাথাভাঙ্গা মনিটর: অ্যাশেজ টেস্ট সিরিজে হোয়াইওয়াশ হওয়ার পর ওয়ানডেতে সেই শঙ্কায় ছিলো ইংল্যান্ড। সিরিজের প্রথম তিন ওয়ানডে তারা হেরেছিলো স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে। তবে চতুর্থ ম্যাচে এসে জয় ধরা দিলে ইংল্যান্ডর। আজ পার্থে তারা অসিদেরকে হারিয়েছে ৫৭ রানে। ইয়ান বেলের ৫৫ ও বেন স্টোকসের ৭০ রানের ওপর ভর করে প্রথমে ইংল্যান্ড করে ৮ উইকেটে ৩১৬ রান। জবাবে অ্যারোন ফিঞ্চ সেঞ্চুরি (১০৮) করলেও জয় পায়নি অসিরা। ৪৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৫৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ৭০ রান করার পর বল হাতে নিয়েছেন ৩৯ রানে ৪ উইকেট। এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডেতে ব্যবধান ৩-১ করলো ইংল্যান্ড।