মাথাভাঙ্গা মনিটর: ফুটবল বিশ্বকাপ যেন এক বৈশ্বিক আনন্দ। আনন্দের ষোলোকলা পূর্ণ করতে প্রতিবারই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফিফা তৈরি করে অফিসিয়াল সংগীত। গতবার তো শাকিরার ওয়াকা ওয়াকার আবেদন এতোটাই গভীর হলো যে বিশ্বকাপ শেষেও তার রেশ রয়ে গেলো। তো এবারের খবর কী? ফুটবলপ্রেমীদের সুখবর, ব্রাজিল বিশ্বকাপে আনন্দের ঢেউ তুলতে এবারও থাকছে ২০১৪ বিশ্বকাপের থিম সং। ওলে ওলা (আমরা সবাই এক) শিরোনামের বিশ্বকাপ-সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন পপতারকা জেনিফার লোপেজ ও ক্লদিয়া লেইতে। জনপ্রিয় মার্কিন ৱ্যাপার পিটবুলের ফিচার করা গানটি রেকর্ড করেছে সনি মিউজিক এন্টারটেইনমেন্ট। অ্যারেনা ডি সাও পাওলোতে বিশ্বকাপের পর্দা উন্মোচনের দিন গানের তালে পারফর্ম করবেন তিন তারকাই।
এ প্রসঙ্গে লোপেজ বলেছেন, বেড়ে উঠেছি ফুটবলপাগল বাড়িতে। পিটবুল ও ক্লদিয়া লেইতের সাথে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করব ভেবে ভীষণ রোমাঞ্চিত। বৈশ্বিক ঐক্য, প্রতিযোগিতা ও খেলার জন্য এটি এক দারুণ উদযাপন। বিশ্বকাপ উপলক্ষে সঙ্গীত তৈরির রীতি প্রথম চালু হয় ১৯৬২ সালে, চিলি বিশ্বকাপ থেকে।