মেহেরপুর অফিস: মেহেরপুর এফসিবি ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার বিকেল ৪টায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় স্বাগতিক মেহেরপুর এফসিবি ক্লাব ও মেহেরপুর ভোরের আলো ১-১ গোলে ড্র হয়েছে। এফসিবি ক্লাবের সেলিম ও ভোরের আলোর সঞ্জু দলের পক্ষে গোল করেন। খেলায় মোট ১২টি দল অংশ গ্রহণ করছে বলে আয়োজক কমিটির সেলিম জানান।