শেখ শফি উদ্দীন: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। তিনি বলেন দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড, আচার-আচরণ ও চিন্তা চেতনার ওপর সরকারের ভাবমূর্তি ফুটে ওঠে। কর্মকাণ্ড যদি উন্নয়নমূলক হয় তাহলে সরকালের ভাবমূর্তি উজ্জ্বল হয়। নেতা-কর্মীদের কর্মকাণ্ডের ওপরই সরকারের সফলতা নির্ভর করে। অনুষ্ঠানের শুরুতে ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বন ও কৃষি বিষয়ক সম্পাদক আয়ুব হোসেন এমপির মুখে মিষ্টি তুলে দেন। এ সময় ফুল দিয়ে নবনির্বাচিত এমপি ফরহাদ হোসেন দোদুলকে বরণ করার পাশাপাশি সোনার নৌকা উপহার দেন আয়ুব হোসেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আলহাজ আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মোমিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম শাহীন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আব্দুর রশিদ, জিয়া উদ্দীন বিশ্বাস, রফিকুল ইসলাম মোল্লা, রোকনুজ্জামান, আলবিনু মণ্ডল ও কুতুব উদ্দীনসহ নেতৃবৃন্দ। এর আগে এমপি ফরহাদ হোসেন দোদুলকে কেদারগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। স্কুল মার্কেটের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম মল্লিক।