প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিক শাহ আলম সনির জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ সদস্য প্রথম আলো ও এবিসি রেডিও’র চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনির জন্মদিন উদযাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাত আটটায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছা ও জন্মদিনের কেক কাটা হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শাহার আলীসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর আনুষ্ঠানিক কেক কাটার পর সাধারণ সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকরা শাহ আলম সনির মুখে কেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন জোয়ার্দ্দার, শেখ সেলিম, রাজীব হাসান কচি, রফিকুল ইসলাম, মরিয়ম শেলী, রিচার্ড রহমান, জাহিদুল ইসলাম, বিপুল আশরাফ, রাজন রাশেদ, নাসির উদ্দিন, হোসেন জাকির, ইসলাম রকিব ও মাহফুজ মামুন।

Leave a comment