স্টাফ রিপোর্টার: দামুড়হুদার পুকুরপাড়ার জিয়া উদ্দীনের বাড়িতে গতরাতে ডাকাতি হয়েছে। ৯/১০ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে ডাকাতির এক পর্যায়ে প্রতিরোধের মুখে পড়লে ডাকাতদল পরপর তিনটি বোমা নিক্ষেপ করে। বোমার বিকট শব্দে প্রতিরোধে ব্যর্থ হয় গ্রামবাসী। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামে গতরাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল বিল্লাল হোসেনের ছেলে জিয়া উদ্দীনের বাড়িতে প্রবেশ করে। তার স্ত্রী কন্যার কানে ও হাতে থাকা সোনার গয়না ডাকাতি করে। নগদ ২০ হাজার টাকাও ডাকাতদল হাতিয়ে নেয়। ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়লে ডাকাতদল তিনটি বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ডাকাতির সাথে জড়িত তেমন কাউকে ধরতে পারেনি পুলিশ।