আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমিনুল হাসান জোয়ার্দ্দার আনিকের ওপর বোমা হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, সাধারণ সম্পাদক আলাল আহমেদ, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহীন, ফারুক হোসেন, সাইফুর রহমান পিন্টু, জাইদুল ইসলাম, তমাল, আলম হোসেন, শুভ, ইসানুর, সোহাগ, হাসান, বাদশা, সুমন, অপু, মুকুট, শামীম, সজীব, জুবায়ের প্রমুখ। বক্তারা জেলা ছাত্রলীগের সম্পাদক মোহাইমিনুল হাসান জোয়ার্দ্দার অনিকের ওপর বোমা হামলার তীব্র নিন্দা জানান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছবি: জেলা ছাত্রলীগের সম্পাদকের উপর হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় ছাত্রলীগের মিছিল।