কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত বিজিবি ক্যাম্প পরিদর্শনকালে তিনি সীমান্তের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামসুর রহমান (পিএসসি), কুষ্টিয়া সেক্টর কমান্ডার মো. শাহরিয়ার রশিদ (পিএসসি), চুয়াডাঙ্গা ৬ ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।