গাংনী প্রতিনিধি: দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে মেহেরপুর গাংনী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। গাংনী উপজেলার বর্তমান চেয়ারম্যান একেএম শফিকুল আলম নির্বাচন না করার কথা জানালেও আওয়ামী লীগ ও বিএনপির ৯ সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এ দায়িত্বে থেকে মানুষের জন্য তেমন কিছু করার সুযোগ নেই জানিয়ে নির্বাচনে প্রাতিদ্বন্দিতা করবেন না বলে জানিয়েছেন একেএম শফিকুল আলম। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল শাহ ও আওয়ামী লীগ নেতা অ্যাড. ফিরোজুল ইসলাম সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে। এরা সকলেই নব নির্বাচিত সংসদ সদস্য মকবুল হোসেন পক্ষের। তবে সবার সাথে সমন্বয় করে একক প্রার্থী করা হবে বলে জানিয়েছেন একেএম শফিকুল আলম। এদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও একক প্রার্থী দেয়া হবে বলে জানালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। তবে সম্ভাব্য কোনো প্রার্থীর নাম বলেননি তিনি।
অপরদিকে বিএনপির পক্ষ থেকে জোটগতভাবে একক প্রার্থী মনোনয়ন দেয়ার কথা জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের বিদায়ী সংসদ সদস্য আমজাদ হোসেন। ১৮ দলীয় জোটের সভায় একক প্রার্থী চুড়ান্ত করা হবে। উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক ও বিএনপি নেতা চরগোয়ালগ্রামের প্রভাষক আক্তার হোসেন সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন। বিদ্রোহী প্রার্থী হলে দলীয় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি করেছেন আমজাদ হোসেন। জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের দুজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এরা হচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো ও জেলা যুবদলের সাবেক সভাপতি মুরাদ আলী। গত নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মুরাদ আলী আর বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো। এখানেও একক প্রার্থী করা হবে বলে জানালেন পৌর জিয়া পরিষদের সভাপতি আহসান হাবীব বাবু।