মাথাভাঙ্গা মনিটর: হ্যাপি নিউ ইয়ার নামের একটি চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে আহত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তাকে দ্রুত মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেয়া হয়। এখন সুস্থ আছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মুম্বাইয়ের জুহু এলাকার একটি পাঁচতারকা হোটেলে একটি গানের শুটিঙের সময় এ দুর্ঘটনা ঘটে। শাহরুখ-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুটিঙের সময় হোটেলের একটি দরজার সাথে আঘাত লাগে তার। এ সময় রক্তক্ষরণও ঘটে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। শাহরুখ খানের অফিসিয়াল সূত্র এ দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছে, শুটিং করার সময় সেটে দুর্ঘটনায় শাহরুখ খান সামান্য আহত হয়েছেন এবং প্রয়োজনীয় চিকিত্সা দেয়া হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। সবার শুভকামনার জন্য ধন্যবাদ।