স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি টাকা মূল্যের ভারতীয় রুপিসহ নান্নু মিয়া নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের শুল্ক গোয়েন্দারা কাস্টম হলের ভেতর থেকে নান্নু মিয়াকে আটক করে। পরে তার লাগেজ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় রুপি উদ্ধার করা হয়। নান্নু মিয়া দুবাই থেকে এমিরাটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) একটি ফ্লাইটে করে ঢাকায় আসে। আটক নান্নু মিয়াকে বিমানন্দর থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।