ট্রাফিক ভবনের সেই লাশের মাথা উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের একটি পুকুর থেকে ট্রাফিক পুলিশ ব্যারাকের ছাদে উদ্ধারকৃত সেই লাশটির মাথা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের পুকুর থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ। পুলিশের যুগ্মকমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় শওকত নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তার তথ্য অনুযায়ী লাশটির মাথা পুলিশ লাইনের ডোবা পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার সকালে লাশটিকে নিজের স্বজন বলে দাবি করেন জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। তিনি জানান, নিহত ব্যক্তির নাম নান্নু মুন্সি। তার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্টন থানার পেছনে ট্রাফিক ভবনের ছাদ থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। ত্রিশোর্ধ্ব ওই যুবকের পরনে ছিলো ট্রাউজার ও গেঞ্জি।