মাথাভাঙ্গা মনিটর: একটি মাত্র স্যুটকেসে আপনি কী কী রাখতে পারবেন? এর যথার্থ উত্তর জানেন সম্ভবত নিউজিল্যান্ড অধিবাসী ৩৬ বছর বয়সী নাটালি সিসান। তিনি তার পুরো জীবনটাকেই মাত্র একটি স্যুটকেসে ভরে ফেলেছেন আর তা নিয়েই যথার্থ এক যাযাবরের মতো চষে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। সিসন যেভাবে তার জীবনকে সাজিয়ে নিয়েছেন তাতে জীবনযাপনের জন্য তার শুধু একটি মাত্র ব্যাগ বা স্যুটকেসই যথেষ্ট। সিসান নিজেকে একজন প্রযুক্তি-উদ্যোক্তা বলেই দাবি করেন। ইয়াহু ফাইন্যান্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে নাটালি সিসানের যাযাবর জীবনের কথা। চার বছর আগে পথে নেমে ছিলেন নিউজিল্যান্ডের অধিবাসী নাটালি। তার নিজের কোনো ঘরবাড়ি নেই, অর্থাৎ এখন তিনি রীতিমতো এক যাযাবর। ঠিক কোন অবস্থায় পড়লে মানুষ পথে নামে? অবশ্য আপনি যা ভাবছেন সিসানের বিষয়টি ঠিক তা নয়। ভালো চাকরি-ব্যবসা ছেড়েই পথে নেমেছেন তিনি। যাযাবর হলে কী হবে, নাটালি এখনও রীতিমতো একজন ভালো ব্যবসায়ী ও উদ্যোক্তা। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে তার ব্যবসা। অবশ্য বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার সময় এক স্যুটকেস ভর্তি মালপত্রেই তার কাজ চলে যায় আর তার ব্যবসার উপকরণ হচ্ছে তার ল্যাপটপ। এ নিয়েই বেশ আছেন নাটালি।