গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের একটি বাড়ির পাটকাঠির গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভানোর সময় বাড়ির লোকজনকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করা হয়। প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার সময় দুটি বোমা ফেলে যায় অজ্ঞাত ওই দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় বিরাজ করছে আতঙ্ক ও ক্ষোভ। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সুত্রে জানা গেছে, তেতুলবাড়িয়া গ্রামের চায়েন উদ্দীনের ছেলে খেড়ু মিয়ার বাড়ির পাশে পাটকাঠির গাদায় রাতে আগুন জ্বলে ওঠে। আগুন ভয়াবহ রূপ নেয়ার আগেই বাড়ির লোকজন টের পেয়ে নেভানো শুরু করে। এ সময় দূর থেকে কয়েকজন তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। ধাওয়া খেয়ে পালিয়ে যায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত। পরে গতকাল বুধবার সকালে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করে বামন্দী ক্যাম্প পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে এ ক্ষতি করা হয়েছে বলে ধারণা করছেন খেড়ু মিয়া।