স্টাফ রিপোর্টার: রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয়েছে শিশু মেহেদী হাসান (৪)। সে আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে রাস্তা পার হতে গিয়ে আইলহাস গ্রামের ইউপি সদস্য আশাদুল ইসলাম আশার মোটরসাইকেলের ধাক্কায় আছড়ে পড়ে মেহেদী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্ত্যবরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গুতে রেফার করেন।