জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে মদসহ ভারতীয় নাগরিক তাপস ঘোষকে (৪২) গতকাল বুধবার বিকেলে আটক করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বেনীপুর ক্যাম্পের জওয়ানরা তাকে বেনীপুর সীমান্তের বাংলাদেশি অংশ থেকে আটক করেন।
বিজিবি সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানা সীমান্তের নোনাগঞ্জ গ্রামের কালিপদ ঘোষের ছেলে তাপস ঘোষ বাংলাদেশে মদ পাচারের উদ্দেশে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে। বেনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সালামের নেতৃত্বে বিজিবির টহলদল এ সময় তাকে ১৩ বোতল মদসহ আটক করে। আটক তাপসকে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য আইনে মামলাসহ গতকাল সন্ধ্যায় তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়।