মাথাভাঙ্গা মনিটর: স্ত্রী সুজান খানের সাথে বিচ্ছেদের জন্য নিজেকেই দায়ী মনে করছেন অভিনেতা হৃত্বিক রোশন।কৃষ থ্রি’র সাফল্যের পরও ২০১৩ সালটি ভালো কাটেনি হৃত্বিকের। মাথায় আঘাত, একের পর এক অস্ত্রোপচারের পর সবশেষে সুজানের সাথে বিচ্ছেদ। সব মিলিয়ে বেশ ঘটনাবহুল এবং খারাপ একটি বছর ছিলো হৃত্বিকের জন্য। তবে পরিস্থিতির জন্য কাউকে দায়ী করতে রাজি নন হৃত্বিক। তিনি মনে করেন, যা হয়েছে সব তার নিজের কারণেই হয়েছে। সম্প্রতি ভক্তদের সাথে আলোচনা পর্বে হৃত্বিক জানান, তিনি সবসময় সুজানকে ভালোবেসে যাবেন। তবে এ বিচ্ছেদের জন্য সুজান দায়ী নয়, বরং দায়ী তিনি নিজেই। ২০১৩ সালের শেষের দিকে জনসম্মুখে সুজানের সাথে বিচ্ছেদর খবর প্রকাশ করেন হৃত্বিক। এ ঘটনার পর তাকে নানাভাবে সমালোচনার শিকারও হতে হয়েছে। এমনকি যখন তিনি জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত তার নয় বরং সুজানের, তখন ওই বিতর্ক আরও জমে ওঠে। সম্প্রতি টিনসেলে গুঞ্জন উঠেছে, ইতোমধ্যেই আদালতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের জন্য আবেদন করেছেন এ দম্পতি।