মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের প্রথম পর্ব ৬-০ গোলে জেতার পর গত মঙ্গলবার রাতে দ্বিতীয় পর্বে ৩-০ গোলে জিতেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল। দু লেগ মিলিয়ে ৯-০ ব্যবধানে জেতা সিটি ওয়েমব্লিতে ফাইনাল খেলবে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড অথবা সান্ডারল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালের এগিয়ে আছে সান্ডারল্যান্ড। গত মঙ্গলবার ওয়েস্ট হ্যামের স্টেডিয়ামে জোড়া গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদো। গোল পেয়েছেন আক্রমণভাগে তার সঙ্গী স্যার্হিও আগুয়েরোও। প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এ লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত। গত ৩৮ বছরের মধ্যে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি।