ক্রীড়া প্রতিবেদক: ব্যতিক্রম ধর্মী চল্লিশোর্ধ্ব বয়সী দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাজবাড়ির পেস্তা-বাবু জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে রাজবাড়ি জেলার পেস্তা-বাবু জুটি ২-১ সেটে কুষ্টিয়ার আনোয়ার-মনি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, সমাজসেবক বিমান, হামিদুর রহমান সন্টু, মাহাবুবুল রহমান মিন্টু প্রমুখ। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড ব্যাডমিন্টন গ্রাউন্ডে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ।
উল্লেখ্য এ প্রতিযোগিতায় (চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও রাজবাড়ি) ৫টি জেলার ১৬টি দ্বৈত জুটি এ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।