মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক’র সভাপতিত্বে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সেকেন্দার আলী, আব্দুর রাজ্জাক, ক্রীড়া শিক্ষক সফিউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।