জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউপি সদস্য উপজেলা যুবদল সহসভাপতি মনির হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। গত সোমবার জীবননগর শহরের জননী ক্লিনিকের সামনে থেকে জীবননগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
থানা সূত্র জানায়, ঝিনাইদহ মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের মৃত সুলতান ঢালীর ছেলে মনির হোসেন এসবিকে ইউপি সদস্য। সে মহেশপুর উপজেলা যুবদলের সহসভাপতি। বিগত দিনে বিরোধীদল আহূত অবরোধ-কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলা, তাণ্ডবসহ বিস্ফোরক দ্রব্য বহন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এ ঘটনায় মহেশপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভূক্ত আসামি মনির। মহেশপুর থানা পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মনির এ সময় জীবননগরে অবস্থান করছিলো। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।