দামুড়হুদায় এমপি টগরকে সংবর্ধনা প্রদান

 

আটকবর প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে এমপি আলী আজগার টগরকে গতকাল বিকেলে জগন্নাথপুর বাজারে সংবর্ধনা দেয়া হয়। গ্রামের মানুষ ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, নতিপোতা ইউনিয়ন আ.লীগ সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, এমপি টগর গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কার্পাসডাঙ্গা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহাজোটের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন।