মাথাভাঙ্গা মনিটর: তালেবান জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে আফগান সীমান্তের ক্ষুদ্র-নৃগোষ্ঠি অধ্যুষিত এলাকায় পাকিস্তানি জঙ্গি বিমান থেকে বোমবর্ষণ করা হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে এব আতঙ্কিত গ্রামবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র ও আক্রান্ত এলাকার বাসিন্দারা। পাকিস্তানের সরকারি কর্তৃত্বহীন এলাকা উত্তর ওয়াজিরিস্তানে আল-কায়েদার সাথে সম্পর্কিত অনেকগুলো জঙ্গি গোষ্ঠী আস্তানা গেড়ে আছে। এ জঙ্গিগোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করেই মূলত বোমা হামলা চালানো হয়। এ হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। তবে এ অভিযানের বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর কোনো ভাষ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মির আলি এলাকা থেকে স্থানীয় নৃগোষ্ঠি নেতা মালিক জান মোহাম্মদ জানিয়েছেন, হামলায় ১৫ জন নিহত হয়েছেন। তালেবানের একটি সূত্র বেসামরিক নাগরিকসহ নিহতের সংখ্যা ২৭ জন বলে দাবি। গত রোববার পাকিস্তানী সেনাবাহিনীর একটি গাড়ি বহরে জঙ্গি হামলায় ২০ জন সেনা নিহত হন। ওই হমলার পর নওয়াজ শরীফ সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেয়ার পরিকল্পনা বাতিল করে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন।