মাথাভাঙ্গা মনিটর: ফুটবলার জেরার পিকের সাথে প্রেম। প্রথমবারের মতো মা হওয়ার স্বর্গীয় অনুভূতি। এতো সব উথালপাতালের মধ্যে গানটাই হচ্ছিলো না ঠিকমতো। এবার শাকিরার নতুন সিঙ্গেল আসছে। আগামী মার্চে প্রকাশিত হবে সেই গানটি। তবে এ নিয়ে রীতিমতো ঢাক ঢাক গুড় গুড় চলছে। কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নতুন অ্যালবামের নামও গোপন রাখা হয়েছে। অবশ্য সিঙ্গেলটির শিরোনাম জানা গেছে: ‘কান্ট রিমেম্বার টু ফরগেট ইউ’। এতে রিয়ান্নাও গলা মিলিয়েছেন। ২০০৯ সালের পর এই প্রথম ইংলিশ গান বাজারে ছাড়ছেন তিনি। অবশ্য ২০১০ সালে একটি স্প্যানিশ অ্যালবাম প্রকাশ করেছিলেন।