মেহেরপুর অফিস: দৈনিক ইনকিলাব’র মেহেরপুর জেলা সংবাদদাতা ফারুক মল্লিকের নামে মেহেরপুর আদালতে একটি মামলা হয়েছে। মেহেরপুরের সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা করেন। মামলায় আশরাফ মাহমুদ বলেন, সাংবাদিক ফারুক মল্লিক তার বিরুদ্ধে দৈনিক ইনকিলাব পত্রিকায় মিথ্যাচার করে তার চরিত্র হনন করেছেন। যে কারণে তিনি তার বিরুদ্ধে আদালতে ৫০০/৫০১/৫০৪/৫০৬(২) পেনাল কোড, ১৮৬০ ধারায় মামলা করেছেন। এদিকে দৈনিক ইনকিলাব পত্রিকায় সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে তিনি সাংবাদিককে হত্যার হুমকি দেন। ওই ঘটনায় সাংবাদিক ফারুক মল্লিক সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদের বিরুদ্ধে থানায় জিডি করেন।