দামুড়হুদা মোক্তারপুরের রোডে মোটরসাইকেল ছিনতাই

 

দামুড়হুদা অফিস: দামড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা একটি ১১০ সিসির ওয়ালটন মোটরসাইকেল, টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে। গত রোববার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে মোক্তারপুর গ্রামের মৃত তৈয়ব আলী মণ্ডলের ছেলে আয়ুব আলী তার এক সঙ্গী নিয়ে রাত ৯টার দিকে কার্পাসডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কাটাখালী নামক স্থানে পৌঁছুলে ৫-৬ জন সশস্ত্র ছিনতাইকারী বাঁশের শৈলী দিয়ে সড়কে ব্যারিকেড তৈরি করে মোটরসাইকেল থামিয়ে আয়ুব ও তার সঙ্গীকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী মাঠের মধ্যে নিয়ে যায় সেখানে একটি গাছের সাথে বেঁধে রাখে। ছিনতাইকারীরা ৫ হাজার টাকা, দুটি মোবাইলফোন নিয়ে চলে যায়। একই স্থানে পীরপুর কুল্লা গ্রামের হাসপাতাল থেকে বাড়ি যাওয়া করিমন যাত্রীদের একই কায়দায় বেঁধে রাখে। কোমরপুর গ্রামের লোকজন খবর পেয়ে রাত আড়াইটার দিকে তাদেরকে উদ্ধার করে।