দামুড়হুদায় সদ্য কারামুক্ত বিএনপি নেতা তনুসহ চারজনকে সংবর্ধনা

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত রফিকুল হাসান তনু এবং উপজেলা বিএনপির সভাপতিসহ চারজনকে সংবর্ধনা দিয়েছে ১৮ দলের নেতা-কর্মীরা। গতকাল সোমবার বিকেলে উজিরপুর থেকে মোটর শোভাযাত্রাযোগে কারামুক্ত নেতা রফিকুল হাসান তনু ও উপজেলা বিএনপি সভাপতি লিয়াকত আলী শাহকে দামুড়হুদায় আনা হয়। ব্রিজ রোডের আড়তপট্টিতে সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক কারামুক্ত রফিকুল হাসান তনু তার বক্তব্যে বলেন- গ্রেফতার, নির্যাতন, দমন, নিপীড়ন করে আন্দোলনকে থামানো যাবে না। স্বৈরাচারী অবৈধ এ সরকারের পতন ঘটিয়ে ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়া হবে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি মাও. আব্দুল গফুর, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহমান মালিতা, একরামুল হক, আ. ওয়াহেদ, শফিউল্লা, নাহারুল ইসলাম, একরামুল হক মেম্বার, মিল্টন, ফিরোজ হাসান মন্টু, আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মোকাররম হোসেন।