আলমডাঙ্গা ব্যুরো: এক সময়ের দেশবরেণ্য ফুটবলার আলমডাঙ্গার পরিচিত মুখ হাজি হারুন অর রশিদ আকুল মোল্লা আর নেই (ইন্নালিল্লাহি…..রাজেউন)। গত রোববার রাত ৯টার দিকে আলমডাঙ্গা স্টেশনরোডস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। জানা গেছে, আলমডাঙ্গা বণ্ডবিল গ্রামের মৃত হাজী হুজুর আলী মোল্লার ছেলে হাজী হারুন-অর রশিদ মোল্লা ওরফে আকুল মোল্লা স্কুলজীবন থেকেই কৃতী ফুটবলার ও অ্যাথলেট ছিলেন। স্কাউটসে বিশেষ পারদর্শিতার জন্য তিনি ইরানসহ কয়েকটি দেশে অনুষ্ঠিত স্কাউটস প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এ কৃতী ফুটবলার আকুল মোল্লা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল সোমবার বেলা ১১টায় জানাজা শেষে মরহুমের লাশ আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়। তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।