স্টাফ রিপোর্টার: একতাই শক্তি, একতাই বল- এ কথাটি আবারও প্রমাণ করলো চুয়াডাঙ্গা রংধনু শিক্ষাদান কেন্দ্রের শিক্ষার্থীরা। গতপরশু ও গতকাল শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা গরিব-দুস্থ শীতার্তদের মাঝে তিনশতাধিক শীতবস্ত্র বিতরণ করে। গত রোববার দুপুর থেকে সোমবার দিনভর শিক্ষাদান কেন্দ্রের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এসব শীতবস্ত্র বিতরণ করে। বিতরণের এক ফাঁকে শিক্ষার্থীদের সাথে আলাপকালে জানা যায়, রংধনু শিক্ষাদান কেন্দ্রের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিজেরা চাঁদা দিয়ে এবং পাড়া-মহল্লার সহযোগিতা নিয়ে শীতবস্ত্র কিনে শীতার্তদের মাঝে বিতরণ করে। বিভিন্ন এলাকার দুস্থ-গরিব শীতার্তদের খুঁজে বের করে তাদের মঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আর পাশ থেকে অনুপ্রেরণাসহ যাবতীয় সহযোগিতা করেন রংধনু শিক্ষাদান কেন্দ্রের পরিচালক মো. আব্দুস সালাম।
রংধনু শিক্ষাদান কেন্দ্রের পরিচালক মো. আব্দুস সালাম জানান, রংধনু শিক্ষাদান কেদ্রের শিক্ষার্থীরা শুধু শিক্ষার ভেতরেই সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন সামাজিক আন্দোলনেও তারা অংশ নেয়। ইতঃপূর্বে অনেক মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক যারা দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়েছেন কিংবা আর্থিক সংকটে পতিত হয়েছেন রংধনুর শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়িয়েছে। সামনের দিনগুলোতে যেন রংধনু এ ধারা অব্যাহত রাখতে পারে এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।