স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা ও হোটেল বেকারিসহ একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছেন। গতকাল সোমবার দুপুরে এসব প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে আদালত ৯০ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের মুন ব্রিকসের মালিক মুকুল হোসেনকে ২০ হাজার টাকা ও নাপিতখালী গ্রামের এমআরবি ব্রিকসের মালিক পিয়ার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বেঞ্চ সহকারী নাজমুল হক জানান, অনুমোদন ছাড়া ইট তৈরি ও পোড়ানোর অভিযোগে এ জরিমানা করা হয়।
প্রায় একই সময়ে ম্যাজিস্ট্রেট মনিবুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত দামুড়ুহুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গাউছিয়া ফুডে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করায় মালিক নুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।