গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-হাটবোয়ালিয়া সড়কের শিমুলতলা মাঠের মধ্যে নসিমন ছিনতাই হয়েছে। গত রোববার রাত সাড়ে ন’টার দিকে একদল ছিনতাইকারী চালক আসলাম মিয়াকে বেঁধে রেখে নসিমন নিয়ে যায়। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দরিদ্র নসিমনচালক। জানা গেছে, সহড়াবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আসলাম মিয়া ভাড়ার কাজ শেষে বামন্দী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। শিমুলতলা-সিন্দুরকোটা মাঠের মধ্যে পৌঁছুলে একদল ছিনতাইকারী তাকে আটক করে মারধর করে। রাস্তার পাশের একটি গাছের সাথে তাকে বেঁধে রেখে নসিমন নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীরা।