গাংনী প্রতিনিধি: মেহেরপুরের কুলবাড়িয়া গ্রাম থেকে ১৩টি বোমা উদ্ধা করছেন গাংনীস্থ র্যাব ক্যাম্পের সদস্যরা। গত রোববার রাত সাড়ে এগারটার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বোমার মধ্যে ১১টি পেট্রোল ও ২টি হাত বোমা রয়েছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, কুলবাড়িয়া গ্রামের মিশকাত আলীর বাড়ির সামনের সড়কে নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা বোমা রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন সঙ্গীয় র্যাব সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে একটি ব্যাগভর্তি ১৩টি বোমা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বোমাগুলো নিষ্ক্রীয় করে রাতেই তা সদর থানায় জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।