ঝিনাইদহে অস্ত্র ও বোমাসহ সন্ত্রাসী আটক

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়া থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে আজহারুল ইসলাম ওরফে পিচ্চি আলিম নামের একজনকে আটক করেছে। আলিমের বরাত মোতাবেক তার বাড়ি থেকে একটি শাটারগান, পাঁচটি বোমা, একটি রামদা ও বোমা তৈরির ২০টি কৌটা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে আলীমকে আটক করা হয়। সে ব্যাপারিপাড়ার চান্দা সিনেমাহলপাড়ার আমজাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে শহরের পাড়া-মহল্লায় সন্ত্রাসী, চাঁদাবজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ঝিনাইদহ র‌্যাব-৬’র অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গতকাল সোমবার ৯টার দিকে পিচ্চি আলীমকে শহরের পাগলাকানাই এলাকা থেকে আটক করা হয়। আটকের পর আলীমের স্বীকারোক্তিতে ব্যাপারিপাড়ায় তল্লাশি চালিয়ে তার বাসা থেকে একটি শাটারগান, পাঁচটি বোমা, একটি রামদা ও বোমা তৈরির ২০টি কৌটা উদ্ধার করা হয়। ২০০৮ সালে ঝিনাইদহের তৎকালীন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বার পিচ্চি আলীমকে ১০ থেকে ১২টি বোমাসহ গ্রেফতার করেছিলেন।