মাথাভাঙ্গা মনিটর: রাওয়ালপিণ্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর থেকে মাত্র ১০ মিনিট হাঁটা পথ দূরত্বের এক বাজারে এক আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। গতকাল সোমবার ভোরে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। আক্রান্ত বাজারটি রাওয়ালপিণ্ডির অন্যতম সুরক্ষিত এলাকায় অবস্থিত বলে জানিয়েছেন নগর পুলিশ প্রধান আখতার হায়াৎ লালিকা। বোমা বিস্ফোরণের পরপরই আক্রান্ত স্থানটি ঘিরে ফেলেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। গত রোববার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের এক বোমা হামলায় ২০ পাকিস্তানি সেনা নিহত হওয়ার একদিন পরই রাওয়ালপিণ্ডিতে এ হামলার ঘটনা ঘটলো। এ হামলার দায়িত্বও স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। হামলার দায়িত্ব স্বীকার করে তালেবানের মুখপাত্র শাহিদুল্লাহ শহিদ বলেছেন, যেহেতু সরকার আমাদের সাথে যুদ্ধবিরতি ঘোষণা অথবা শান্তি আলোচনা শুরু করেনি, তাই আমরা সরকার ও তার সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালিয়ে যাবো। এর আগে গত রোববার উত্তর ওয়াজিরিস্তানের বান্নুতে পাকিস্তান সেনাবাহিনীর এক গাড়ি বহরে বোমা হামলা চালিয়ে ২০ সেনা সদস্যকে হত্যা করে তালেবান।