স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার রাত ১০টার দিকে অসুস্থ্য হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারি কামরুল হক।
কামরুল হক জানান, রোববার বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সাক্ষাত্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।সেখানে তিনি একটু অসুস্থ্যবোধ করলে বাসায় ফিরে যান।পরে আরও বেশি অসুস্থ্যবোধ করায় রাত ১০টার দিকে সুরঞ্জিত সেনগুপ্তকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।তাঁকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।